১৩ নভেম্বর ২০১৮ খ্রি: তারিখ সকাল ৯টা ১৫ মিনিট বাংলাদেশ টেলিভিষনে “দেশটাকে ভালবেসে” অনুষ্ঠানে ‘চরবাড়িয়া গণহত্যা’ বিষয়ক আধা ঘন্টার একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। সাক্ষাৎকারটি উপস্থাপন করেন লে. কর্ণেল কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতিক। আলোচক লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সন্তান হিসেবে আমি আবদুল মন্নান। শহীদ বুদ্ধিজীবী পরিবারের সন্তান ও প্রত্যক্ষদশী আবদুর রশীদ খান এবং পাকিস্তান বাহিনীর গুলিতে আহত ও প্রত্যক্ষদশী মোঃ আনোয়ার হোসেন। বীর মুক্তিযোদ্ধা আবদুল মন্নান একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি। তাঁর পিতা ও পিতামহ মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। মুক্তকুঞ্জ খেলাঘর আসর এবং ‘শহীদ আবদুর রহমান খান স্মৃতি পাঠাগার’ এর প্রতিষ্ঠাতা সাধারাণ সম্পাদক। মুক্তকুঞ্জ ত্রৈমাসিক পত্রিকার সম্পাদক। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।
ছাত্র জীবনে মঞ্চ নাটকে অভিনয় থেকে শুরু করে ত্রৈমাসিক মুখপত্র, স্থানীয় ও জাতিয় পত্রিকায় লেখা-লেখির মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গন ও সাহিত্য জগতে প্রবেশ। মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক ‘একাত্তরের রক্তাক্ত চরবাড়িয়া’, কাব্যগ্রন্থ ‘জীবন থেকে পাওয়া’, উপন্যাস ‘রূপসার প্রেম’, গবেষণামূলক প্রবন্ধ ‘মায়ের প্রতি আরজের ভালোবাসা. জীবনালেখ্য ‘প্রচেষ্টা’, সর্বশেষ ‘ভ্রমণ কাহিনী; নামে পুস্তক প্রকাশিত হয়েছে। বেশ কয়েকটি স্মারক সংখ্যার সম্পাদনার কাজ করেছেন।
শহীদ আবদুর রহমান খান স্মৃতি পাঠাগার, মুক্তকুঞ্জ খেলাঘর আসর, মুক্তকুঞ্জ একাডেমী, আরজ আলী মাতুব্বর গবেষণা পরিষদ, মুক্তকুঞ্জ ত্রৈমাসিক পত্রিকা সম্পদনাসহ লেখা-লেখি নিয়ে অবসর জীবনে একের পর এক প্রতিবন্ধকতা জয় করে লক্ষ্য অর্জনের পথে তার নিরন্তন ছুটে চলা ।
বীর মুক্তিযোদ্ধা আবদুল মন্নান
গ্রাম ও ডাক: চরবারিয়া, থানা: কাওনিয়া
বরিশাল সদর, বরিশাল।
০১৭১৫-৩৮০৩১৬, ০১৮৭২-৮১৪১৭৮
ইমেইল- mannan56.khan@gmail.com