১৯৭১ সনে মহান স্বাধীনতা সংগ্রামে পাক বাহিনী ও মুক্তিযোদ্ধাদের রণাঙ্গন এ চরবাড়িয়া। এ সময় ৪৭ জন শহীদ হন, ২৫ জন আহত হন এবং বহু ঘরবাড়ী জ্বালিয়ে দেয় বর্বর পাকসেনারা। প্রবীন দার্শনিক, সমাজ সংস্কারক, চিন্তাবিদ এবং মননশীল লেখক আরজ আলী মাতুব্বরের জন্ম এ ইউনিয়নে। বিভাগীয় বরিশাল শহরের কাছে অবস্থান হয়েও আমরা শিক্ষা সাংস্কৃতির দিক থেকে অনেক পিছিয়ে রয়েছি। জ্ঞান বিজ্ঞানের চরম উৎকর্ষতার এ যুগে আমাদের শিশু ও কিশোরদের প্রতিভা বিকাশের লক্ষ্যে খেলাঘর আসর একটি শাখা প্রতিষ্ঠা করা যায় কিনা সে জন্য আলহাজ্ব আবদুল মন্নান খান কর্তৃক আহুত এক সভা বিগত ২৩ সেপ্টেম্বর–২০০৫ রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলী বাজারে ‘তালতলী পর্যটন কেন্দ্রের‘ কার্যালয়ে জনাব মোঃ আবদুল জব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব পংকজ রায় চৌধুরী, খেলাঘর জেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম আজাদ টিপু, ছায়াঘেরা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক জনাব মোঃ শওকত আলী টিটু সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
খেলাঘর শিশু–কিশোর সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রতিষ্ঠার নিয়মাবলী সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত তুলে ধরেন আবুল কালাম আজাদ টিপু এবং পংকজ চৌধুরী। আগত কর্মকর্তাদের নির্দেশনা ও উপস্থিত সকলের মধ্যে বিস্তারিত আলোচনার পর নিম্নেবর্ণিত ১৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। ক্রমিক নং নাম পেশা পদ
০১। মোঃ আবদুল জব্বার ব্যাংক কর্মকর্তা আহবায়ক
০২। মোঃ আইউব হোসেন রিপোর্টার যুগ্ম-আহবায়ক
০৩। আবদুল মন্নান চাকুরিজীবী যুগ্ম-আহবায়ক
০৪। শফিউদ্দিন আহমেদ চাকুরিজীবী (অবঃ) সদস্য
০৫। আবুয়াল ইসলাম খান শিক্ষক সদস্য
০৬। মজিবুল হক শিক্ষক সদস্য
০৭। মাহাবুব ইসলাম দুলাল চাকুরিজীবী সদস্য
০৮। কাজী আবুল বাশার চাকুরিজীবী সদস্য
০৯। এস.এম জালাল সাংবাদিক সদস্য
১০। মোঃ সোহরাব হোসেন ছাত্র সদস্য
১১। মোঃ বাদশা মিয়া ছা ত্র সদস্য
১২। শাহাবুদ্দিন সিকদার ছাত্র সদস্য
১৩। সুধীর শীল কর্মজীবী সদস্য
১৪। যমুনা রাণী ছাত্রী সদস্য
১৫। ফেরদৌসী বুলবুল ছবি ছাত্রী সদস্য
আহবায়ক কমিটি নব্বই দিনের মধ্যে খেলাঘর আসরে একটি সুন্দর নাম রাখা এবং একটি কমিটি গঠন করার দায়িত্ব থাকলেও হঠাৎ সারা দেশে সাম্প্রদায়িক অশুভ শক্তির বর্বর সন্ত্রাস, বোমা হামলা ও ঝালকাঠি জেলার দু’জন বিচারক হত্যার কারণে নির্দিষ্ট সময় এ কাজটি সমাধান করা সম্ভব হয়নি। পরিশেষে অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে বিগত ১৯ মে, ২০০৬ইং তারিখ মুক্তকুঞ্জ খেলাঘর আসর এর শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন খেলাঘর আসর এর আহবায়ক কমিটির আহবায়ক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আবদুর জব্বার। প্রধান অতিথির আসন অলংকৃত করেন উপ-সচিব (অবঃ) এম.এ. শুকুর এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার মোঃ হানিফ হাওলাদার, খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি জীবন কৃষ্ণ দে, চরবাড়িয়া সরকারী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় কল্যাণ ট্রাস্টে স্প্রেীয় কমিটির সভাপতি মোঃ হারুন-অর-রশিদ খান। শুরুতেই অতিথিবৃন্দকে ফুলের তোড়া উপহার, ব্যাজ ও স্কার্ফ পরিয়ে দেন খেলাঘর আসরের ছোট ছোট ভাই ও বোনেরা।
অতিথিবৃন্দকে নির্ধারিত উদ্বোধন মঞ্চে নিয়ে যাওয়া হয়। জাতীয় সংগীত পরিবেশনের তালে তালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন এম.এ. শুকুর এবং মোঃ আবদুল জব্বার। অতিথিবৃন্দ পায়রা উড়িয়ে ‘মুক্তকুঞ্জ খেলাঘর আসর’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। অতিথিবৃন্দ মূল মঞ্চে আরোহন করেন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ শাহীন এবং গীতা পাঠ করেন রঙ্গলাল কয়াল। চরবাড়িয়া ইউনিয়নে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এবং অত্র এলাকার সকল মৃত ব্যক্তিবর্গের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভা পরিচালনা করেন দি গার্ডিয়ান পত্রিকার চীফ রিপোর্টার পারভেজ খান রূপক। সভার শুরুতেই মুক্তকুঞ্জ খেলাঘর আসর প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন আবদুল মন্নান। সভায় বক্তব্য রাখেন সর্ব জনাব আবদুল মালেক হাওলাদার, আবুয়াল ইসলাম খান, নজরুল ইসলাম খান, আবদুস সাত্তার খান, আবদুল লতিফ খান, মোবারেক হোসেন, সামসুন্নাহার হাওয়া, অধ্যাপক মোঃ আবুদল হাকিম, আবুল খায়ের সবুজ, শুভংকর চক্রবর্তী এবং এস. আলী মোহাম্মদ।
খেলাঘর আসরের বিশেষ তাৎপর্য তুলে ধরে উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশ্যে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। শিশুদের সুস্থ শরীর ও সুপ্ত প্রতিভা বিকাশ সাধনের জন্য শিশু সংগঠন খেলাঘরের ভুমিকা অপরিসীম। নবগঠিত মুক্তকুঞ্জ খেলাঘর আসর এলাকার শিশু-কিশোররা আগামী দিনের সুনাগরিক হিসাবে গড়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন। এমন একটি সুন্দর পরিবেশে এবং সুষ্ঠু আয়োজন করার আয়োজকগণকে ধন্যবাদ জ্ঞাপনসহ আগামী দিনে মুক্তবুঞ্জ খেলাঘর পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।
আলোচনা সভা শেষ হলে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং নবগঠিত কমিটির শপথ বাক্য পাঠ করান খেলাঘর বরিশাল জেলা কমিটির সহ সভাপতি জগলুল হায়দার শাহীন। কমিটি নিম্নরূপঃ
০১। সভাপতি মোঃ আবদুল জব্বার
০২। সহ-সভাপতি আবদুল মালেক হাওলাদার
০৩। সহ-সভাপতি মোঃ মজিবুল হক
০৪। সহ-সভাপতি শফিউদ্দিন আহমেদ
০৫। সহ-সভাপতি আবুয়াল ইসলাম খান
০৬। সহ-সভাপতি আবদুস সাত্তার খান
০৭। সাধারণ সম্পাদক আবদুল মন্নান
০৮। সহ-সাধারণ সম্পাদক আবদুল লতিফ খান
০৯। সাংগঠনিক সম্পাদক মাহাবুব ইসলাম (দুলাল)
১০। অর্থ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম
১১। শিক্ষা ও গবেষণা সম্পাদক মোঃ আমীর খসরু
১২। প্রচার ও প্রকাশনা সম্পাদক এস.এম. জালাল
১৩। দপ্তর সম্পাদক সোহরাব হোসেন খান সুরুজ
১৪। ক্রীড়া ও শরীর চর্চা সম্পাদক মোঃ জাহিদ হোসেন খান
১৫। সাহিত্য সম্পাদক মোঃ আইউব হোসেন
১৬। সাংস্কৃতিক সম্পাদক কে.এম. হাবিবুর রহমান লাল খান
১৭। চারু ও কারুকলা সম্পাদক মোঃ বাদশা মিয়া
১৮। সমাজ কল্যাণ সম্পাদক এ্যাড. মোঃ সামসুজ্জামান নয়ন
১৯। বিজ্ঞান ও পরিবেশ সম্পাদক আবদুল লতিফ জমাদ্দার
২০। পাঠাগার সম্পাদক মোঃ আরিফুর রহমান
২১। সদস্য এছাহাক মল্লিক
২২। সদস্য মোঃ জলিল সরদার
২৩। সদস্য গোলাম মোস্তফা সবুজ
২৪। সদস্য গাজী জাকির হোসেন মিল্টন
২৫। সদস্য মোঃ ফিরোজ
২৬। সদস্য মোঃ আবুল কাশেম
২৭। সদস্য মোঃ তুহিন খান
২৮। সদস্যা ফেরদৌসী বুলবুল ছবি
২৯। সদস্যা যমুনা রাণী
৩০। সদস্যা মোসাঃ নার্গিস বেগম
৩১। সদস্যা নূপুর আক্তার সুবর্ণা
মুক্তকুঞ্জ খেলাঘর আসর সুষ্ঠুভাবে পরিচালনা ও পরামর্শ প্রদানের জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে নিম্নে বর্ণিত ৩০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
০১। আলহাজ্ব এম.এ. শুকুরঃ উপ-সচিব (অবঃ)
০২। মোহাম্মদ ইসমাইল হুসায়েনঃ উপ-পরিচালক (অবঃ)
০৩। আবদুল মান্নান হাওলাদারঃ বিশিষ্ট আইনজীবী
০৪। আবদুল আজিজ হাওলাদারঃ বিশিষ্ট ব্যবসায়ী
০৫। মোঃ আবদুল হাকিম সহকারীঃ অধ্যাপক (অবঃ)
০৬। মোঃ হানিফ হাওলাদারঃ জেলা রেজিস্ট্রার
०৭। মোঃ জিয়াউল ইসলাম সাবুঃ চেয়ারম্যান, চরবাড়ীয়া ইউ.পি
০৮। মোঃ হাবিবুর রহমান মানিকঃ অবসর প্রাপ্ত কর্মকর্তা, পোষ্ট অফিস
০৯। আবদুল মান্নান হাওলাদারঃ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অবঃ)
১০। মাহাবুব আলম মন্টুঃ কর্মকর্তা, অগ্রণী ব্যাংক
১১। ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেনঃ সিভিল সার্জন
১২। আফতাব উদ্দিন সুরুজঃ নির্বাহী প্রকৌশলী, পাউবো
১৩। মোঃ রেজাউলঃ উপ-বিভাগীয় প্রকৌশলী (গণপূত)
১৪। মোঃ সেকান্দার আলীঃ সহকারী পরিচালক (যুব উন্নয়ন)
১৫। সুলতান আহমেদ খোকনঃ উপ-বিভাগীয় প্রকৌশলী (বিদ্যুৎ)
১৬। মোকলেছুর রহমানঃ মুক্তিযোদ্ধা কমান্ডার
১৭। মতিয়র রহমানঃ অবসর প্রাপ্ত (স্বাস্থ্য বিভাগ)
১৮। ডাঃ সৈয়দ জাফর আলীঃ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার
১৯। আবদুস সাত্তার নেগাবানঃ বিশিষ্ট ব্যবসায়ী
২০। মজিবুর রহমান বাদশাঃ অবসর প্রাপত কর্মকর্তা (স্বাস্থ্য)
২১। মোঃ খালেকুজ্জামানঃ সাবেক চেয়ারম্যান
২২। মোঃ নজরুল ইসলাম খানঃ অবসর প্রাপ্ত (স্বাস্থ্য বিভাগ)
২৩। মোঃ হারুন-অর-রশিদ খানঃ সভাপতি, চরবাড়িয়া সপ্রাবি ও মাধ্যমিক বিদ্যাঃ কল্যাণ ট্রাষ্ট
২৪। মোঃ লাল মিয়াঃ বিশিষ্ট ব্যবসায়ী
২৫। মোঃ আখতারুজ্জামানঃ সহঃ অধ্যাপক
২৬। মোঃ তারিকুল ইসলামঃ সহকারী কমিশনার, নীলফামারী
২৭। মিলিয়া শারমিন রাখীঃ সহকারী কমিশনার, গাজীপুর
২৮। ডাঃ মাহবুবা আক্তার (লাইজু)ঃ স্বাস্থ্য বিভাগ চীফ রিপোর্টার, দি গার্ডিয়ান
২৯। পারভেজ খান রূপকঃ চীফ রিপোর্টার, দি গার্ডিয়ান
৩০। সামসুন্নাহার হাওয়া শিক্ষিকাঃ শিক্ষিকা
২য় পর্বে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জনাব মোঃ মুজিবুল হকের পরিচালনায় অনুষ্ঠানে গান পরিবেশন করেন তৌফিয়া নাসরিন, লিজা আক্তার, মেরিনা জাহান, কাজী সেলিনা ও তনুশ্রী রায় চিনু, কৌতুক পরিবেশন করেন মেহেদী হাচান রণি, শামসুল আরেফিন নাঈম মাহমুদ, নাটকে অভিনয় করেন ইসরাত জাহান মীম, ও নুপুর আক্তার সুর্বনা। অংশগ্রহণকারী সবাইকে। পুরুস্কৃত করেন বিশেষ অতিথি মোঃ হানিফ হাওলাদার।
সভায় মুক্তকুঞ্জ খেলাঘর আসর পরিচালনার জন্য প্রাথমিক ভাবে এক সেট হারমোনিয়াম-তবলা, চেয়ার-টেবিল, আলমিরা, কেরাম, শিশুদের খেলার সরঞ্জামাদি, স্কার্ফ, শিশুদের বই পুস্তক প্রয়োজন বলে ঘোষণা করনে প্রধান অতিথির সহধর্মিনী ১টি হারমোনিয়াম, সামসুন্নাহার হাওয়া ১ সেট তবলা, আবদুল হাকিম শিশুদের কিছু বই এবং পারভেজ খান রূপক ১টি কেরাম প্রদান করবেন বলে সভায় সম্মতি জ্ঞাপন করেন।
বিষয়ঃ মুক্তকুঞ্জ খেলাঘর আসর এর চতুর্থ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ও নুতন কমিটি গঠন।
অদ্য ০১-১২-২০১৭ খ্রি: সকাল ১০.০০ টায় চরবাড়িয়া ইউনিয়নের মুক্তকুঞ্চ খেলাঘর আসরের চতুর্থ-বার্ষিক সম্মেলন-২০১৭ শহীদ আবদুর রহমান খান স্মৃতি পাঠ্গাারে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন এ্যাডভোকেট মোঃ সামসুজ্জামান নয়ন। উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বাংলাদেশ সরকারের সাবেক উপ-সচিব মোঃ আবদুস শুকুর, খেলাঘর কেন্দ্রিয় সহ-সভাপতি ও খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি জীবন কৃষ্ণ দে, খেলাঘর বরিশাল জেলা কমিটির সহ-সভাপতি কমল কৃষ্ণ মিত্র, আবুল খায়ের সবুজ, সাধারন সম্পাদক কাজী সেলিনা এবং বিশিষ্ট সমাজ সেবক মোঃ হারুন-অর-রশিদ খান।
সম্মেলনে বিগত বছরের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন মুক্তকুঞ্জ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আবদুল মন্নান। অতঃপর খেলাঘরের বিভিন্ন দিক তুলে বক্তব্য রাখেন যথাক্রমে হাবিবুর রহমান লাল খান, শেখ মোঃ আবদুর রশিদ, কে এম আইউব হোসেন, মাহাবুব ইসলাম, মকবুল হোসেন তালুকদার, অহেদুল হক তালুকদার, ফারাজী মোঃ শাহ জালাল ।
খেলাঘর এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সাংগঠনিক বক্তব্য রাখেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। পরিশেষে সাধারণ সম্পাদক সভায় ৩০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে একটি তালিকা উপস্থাপন করেন। তালিকাটি সর্বসম্মতিক্রমে অনুমোদন লাভ করায় নবগঠিত কমিটির শপথ বাক্য পাঠ করান জনাব জীবন কুষ্ণ দে।
| নং | পদের নাম | নাম | নং | পদের নাম | নাম |
|---|---|---|---|---|---|
| ১ | সভাপতি | মোঃ সামসুজ্জামান নয় | ১৬ | ক্রীড়া সম্পাদক | মোঃ আজিম হোসেন |
| ২ | সহ-সভাপতি | আবদুল লতিফ খান | ১৭ | চারু ও কারু সম্পাদক | মনিরুজ্জামান স্বপন |
| ৩ | সহ-সভাপতি | মকবুল হোসেন তালুকদার | ১৮ | পাঠাগার সম্পাদক | রাবেয়া আক্তার স্বর্ণা |
| ৪ | সহ-সভাপতি | মাহাবুব ইসলাম | ১৯ | সদস্য | আবদুল জব্বার হাং |
| ৫ | সহ-সভাপতি | মোঃ হাবিবুর রহমান লাল খান | ২০ | সদস্য | সাইফুল ইসলাম বাদল |
| ৬ | সহ-সভাপতি | মোঃ জাহাঙ্গীর হোসেন | ২১ | সদস্য | আবুল বাসার রিয়াজ |
| ৭ | সাধারন সম্পাদক | আবদুল মন্নান | ২২ | সদস্য | ওবায়দুল ইসলাম শাওন |
| ৮ | সহ-সাধারণ সম্পাদক | আলম তাজ | ২৩ | সদস্য | মোঃ আরিফুর রহমান সজল |
| ৯ | সাংগঠনিক সম্পাদক | কে এম আইউব হোসেন | ২৪ | সদস্য | আরমান খান |
| ১০ | অর্থ সম্পাদক | মোঃ অহেদুল হক তালুকদার | ২৫ | সদস্য | সুমাইয়া আফরোজ |
| ১১ | সাংস্কৃতিক সম্পাদক | গাজী মাজহারুল আনোয়ার | ২৬ | সদস্য | নিশরাত জাহান তিশা |
| ১২ | সাহিত্য সম্পাদক | মোঃ আবদুর রহমান | ২৭ | সদস্য | আফরিন সুলতানা |
| ১৩ | প্রচার ও প্রকাশনা সম্পাদক | ফারাজী মোঃ শাহ জালাল | ২৮ | সদস্য | তামান্না ইয়াসমিন |
| ১৪ | বিজ্ঞান ও পরিবেশ সম্পাদক | রঙ্গলাল কয়াল | ২৯ | সদস্য | মোস্তাফিজুর রহমান ইসান |
| ১৫ | দপ্তর সম্পাদক | রেজানুর রহমান সোহান | ৩০ | সদস্য | জিহাদ হোসেন |
পরিশেষে সভাপতি প্রধান অতিথি, বিশেষ অতিথি ও খেলাঘর বরিশাল থেকে আগত প্রতিনিধিসহ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যৎ উজ্জল ও মংগল কামনা করে সমাপ্তি ঘোষনা করেন।
সদয় অবগতির জন্য:
১) জেলা প্রশাসক, বরিশাল।
২) পুলিশ সুপার, বরিশাল।
৩) উপজেলা নির্বাহী কর্মকর্তা, বরিশাল সদর, বরিশাল ।
৪) চেয়ারম্যান, ৩নং চরবাড়ীয়া ইউনিয়ন পরিষদ, বরিশাল সদর, বরিশাল।
৫) সভাপতি/সম্পাদক, খেলাঘর কেন্দ্রিয় কমিটি/ খেলাঘর বরিশাল জেলা কমিটি।
৬) জনাব————————————————-
৭) নোটিশ বোর্ড।
.
বিগত ২ বছরে মুক্তকুঞ্জ খেলাঘর আসরে নিন্মে বর্ণিত কার্যসমূহ পালন করা হয়:
১৫) ২৫ এপ্রিল ২০১৮ মুক্তকুঞ্জ খেলাঘর আসরে মুখপত্র হিসেবে মুক্তকুঞ্জ এৈমাসিক পত্রিকা প্রথম বছর ১ম সংখ্যা প্রকাশিত হয়। মোড়ক উম্মোচন করেন বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক জনাব আবুল কালাম আজাদ। ২ বছরে যথাযথভাবে ৮টি সংখ্যা প্রকাশিত হয়েছে।
১৬) ৮ জুন ২০১৮ প্রথমবারের মত রমজান মাসে কর্মীসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৭) ২০ জুলাই ২০১৮ মুক্তকুঞ্জ ত্রৈমাসিক পত্রিকার কবিদের নিয়ে মনোজ্ঞ কবি আড্ডা অনুষ্ঠিত হয়। স্ব-রচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
১৮) বছরের শুরু থেকেই খেলাঘরের ছোট শিশুদের বিনা বেতনে চিত্রাংকন শেখানো শুরু করা হয়।
১৯) ১৮ ফেব্রুয়ারী ২০১৯ খেলাঘরের ভাই-বোনদের নিয়ে বৈশাখী টেলিভেশন এক সাক্ষাৎকার গ্রহন করা হয়। বৈখাশী টেলিভিশনে মুিক্তযুদ্ধে ছাত্র-ছাত্রীদের ভুমিকা নিয়ে অনুষ্ঠানে প্রচারিত হয়।
২০) ২৯ মার্চ ২০১৯ খেলাঘরের ভাই-বোনদের নিয়ে বনভোজনের আয়োজন করা হয়। চিত্রাংকণ ও চেয়ার ছিটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
২১) ০১ মে ২০১৯ মে দিবস ও শহীদ দিবস নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২) ০২ মে ২০১৮ বাংলাদেশ শিশু কিশোর সংগঠনের ৬৭ তম দিবস উদ্্যাপন অনুষ্ঠানে মথুরানাথ মাধ্যমিক বিদ্যালয় মুক্তকুঞ্জ খেলাঘরের ভাই-বোন অংশ গ্রহন করেন।
২৩) জেলা পর্যায়ে ১০মে জাতীয় শিশু চিত্রাংকণ প্রতিযোগিতায় মুক্তকুঞ্জ খেলাঘর আসরের ভাই-বোন এ কে স্কুলে অংশ গ্রহন করে ।
২৪) ২৩ আগস্ট ২০১৯ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম মৃত্যু বাষির্কীতে আলোচনা সভা করা হয় ।
২৫) ০৭ অক্টোবর ২০১৯ বরিশাল জেলা প্রশাসন এবং বাংলাদেশ শিশু একাডেমী বিশ্ব শিশু দিবস ২০১৯ এর র্যালীতে মুক্তকুঞ্জ খেলাঘরের ভাই-বোন অংশ গ্রহন করে ।
২৬) ১৬ ডিসেম্বর ২০১৯ মহান বিজয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাই-বোনদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরণ করা হয় ।
২৭) ৮ জানুয়ারী ২০২০ বরিশাল খেলাঘর জেলা কমিটির নেতৃবৃৃন্দের সাংঠনিক সফর উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বিষয়ঃ মুক্তকুঞ্জ খেলাঘর আসর এর ১৫ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ও নুতন কমিটি গঠন ।
অদ্য ০৬-০৩-২০২০ খ্রি: সকাল ১০.০০ টায় চরবাড়িয়া ইউনিয়নের মুক্তকুঞ্চ খেলাঘর আসরের ১৫ তম-বার্ষিক সম্মেলন-২০২০ শহীদ আবদুর রহমান খান স্মৃতি পাঠ্গাারে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন এ্যাডভোকেট মোঃ সামসুজ্জামান নয়ন। উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বাংলাদেশ সরকারের সাবেক উপ-সচিব মোঃ আবদুস শুকুর, ৩নং চরবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মাহতাব হোসেন সুরুজ, খেলাঘর কেন্দ্রিয় সহ-সভাপতি ও খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি জীবন কৃষ্ণ দে, খেলাঘর বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক তৌসিক আহম্মদ রাহাত এবং সাবেক সাধারণ সম্পাদক শুভংকর চক্রবর্তী।
সম্মেলনে বিগত বছরের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন মুক্তকুঞ্জ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আবদুল মন্নান। অতঃপর বার্ষিক রিপোর্টের বিভিন্ন দিক তুলে বক্তব্য রাখেন সহ-সভাপতি জনাব আবদুল লতিফ খান।
খেলাঘর এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সাংগঠনিক বক্তব্য রাখেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। পরিশেষে সাধারণ সম্পাদক সভায় ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে একটি তালিকা উপস্থাপন করেন। তালিকাটি সর্বসম্মতিক্রমে অনুমোদন লাভ করায় নবগঠিত কমিটির শপথ বাক্য পাঠ করান জনাব শুভংকর চক্রবর্তী।
| নং | পদের নাম | নাম | নং | পদের নাম | নাম |
|---|---|---|---|---|---|
| ১ | সভাপতি | আবদুল মন্নান | ১৯ | পাঠাগার সম্পাদক | রাবেয়া আক্তার স্বর্ণা |
| ২ | সহ-সভাপতি | জাহেদুল আলম তুহিন | ২০ | সহ -সম্পাদক | মোঃ নাসিম |
| ৩ | সহ-সভাপতি | আবদুল লতিফ খান | ২১ | সহ -সম্পাদক | ইমন |
| ৪ | সহ-সভাপতি | মাহাবুব ইসলাম | ২২ | সহ -সম্পাদক | সাইফুল ইসলাম |
| ৫ | সহ-সভাপতি | মোঃ হাবিবুর রহমান লাল খান | ২৩ | সহ -সম্পাদক | সাইদুর রহমান |
| ৬ | সাধারন সম্পাদক | মোঃ আজিম হোসেন সুহাদ | ২৪ | সহ -সম্পাদক | রবিউল ইসলাম |
| ৭ | সহ-সাধারণ সম্পাদক | আলম তাজ | ২৫ | সহ -সম্পাদক | নিশরাত জাহান তিশা |
| ৮ | সাংগঠনিক সম্পাদক | কে এম আইউব হোসেন | ২৬ | সদস্য | মোঃ সামসুজ্জামান নয়ন |
| ৯ | শিক্ষা ও গবেষনা | মোঃ সাকিব | ২৭ | সদস্য | মকবুল হোসেন তালুকদার |
| ১০ | প্রচার ও প্রকাশনা সম্পাদক | জসীম উদ্দিন | ২৮ | সদস্য | আবদুল জব্বার হাং |
| ১১ | দপ্তর সম্পাদক | রেজানুর রহমান সোহান | ২৯ | সদস্য | রুবেল খান |
| ১২ | অর্থ সম্পাদক | মোঃ অহেদুল হক তালুকদার | ৩০ | সদস্য | ওবায়দুল ইসলাম শাওন |
| ১৩ | ক্রীড়া সম্পাদক | শাহ আলম সিফাত | ৩১ | সদস্য | আবির হোসেন আবদুল্লাহ |
| ১৪ | সাহিত্য সম্পাদক | মোঃ আবদুর রহমান | ২৯ | ৩২ | অপি |
| ১৫ | সাংস্কৃতিক সম্পাদক | সানজিদা আক্তার রিতু | ৩৩ | সদস্য | তারেকুল ইসলাম আসিফ |
| ১৬ | চারু ও কারু সম্পাদক | আল আমিন শরীফ | ৩৪ | সদস্য | মোঃ রাব্বি |
| ১৭ | সমাজকল্যান সম্পাদক | আবদুল হক | ৩৫ | সদস্য | মোঃ রায়হান |
| ১৮ | বিজ্ঞান ও পরিবেশ সম্পাদক | ডা.রঙ্গলাল কয়াল |
পরিশেষে সভাপতি প্রধান অতিথি, বিশেষ অতিথি ও খেলাঘর বরিশাল থেকে আগত প্রতিনিধিসহ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যৎ উজ্জল ও মংগল কামনা করে সমাপ্তি ঘোষনা করেন। সভশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সদয় অবগতির জন্য ঃ
১) জেলা প্রশাসক, বরিশাল।
২) পুলিশ সুপার, বরিশাল।
৩) উপজেলা নির্বাহী কর্মকর্তা, বরিশাল সদর, বরিশাল ।
৪) চেয়ারম্যান, ৩নং চরবাড়ীয়া ইউনিয়ন পরিষদ, বরিশাল সদর, বরিশাল।
৫) সভাপতি/সম্পাদক, খেলাঘর কেন্দ্রিয় কমিটি/ খেলাঘর বরিশাল জেলা কমিটি।
৬) জনাব————————————————-
৭) নোটিশ বোর্ড।
বীর মুক্তিযোদ্ধা আবদুল মন্নান
গ্রাম ও ডাক: চরবারিয়া, থানা: কাওনিয়া
বরিশাল সদর, বরিশাল।
০১৭১৫-৩৮০৩১৬, ০১৮৭২-৮১৪১৭৮
ইমেইল- mannan56.khan@gmail.com